বাংলাদেশের প্রথম মহিলা প্যারাট্রুপারের গৌরব অর্জন করেন ক্যাপ্টেন জান্নাতুল ফেরদৌস। সিলেটের জালালাবাদ সেনানিবাসের পানিছড়া প্যারাট্রুপিং জোনে তিনি ১০০০ মিটার উচ্চতায় বিমান বাহিনীর উড়োজাহাজ থেকে প্যারাসুট জাম্প করে সফলভাবে মাটিতে অবতরণ করেন।
সাহসী এই সেনা কর্মকর্তা ২০০৯ সালের ২৪ ডিসেম্বর ৫৯তম বিএমএ লং কোর্সের মাধ্যমে সেনাবাহিনীতে যোগ দেন। বর্তমানে তিনি চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত মিলিটারি অ্যাকাডেমির কম্পিউটার প্রশিক্ষক হিসেবে কর্মরত।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.