মস্কো: দু’বছর আগে ঘরের মাঠে পর্তুগালের ছিনিয়ে ছিল ইউরো জয়ের খেতাব৷ ২০১৮ সালে মাত্র দু’বছররের ব্যবধানে বিশ্বজয়৷ দিদিয়ে কী এমন জাদু করলেন ফরাসি ফুটবলে! এই প্রশ্নের উত্তর নিজেই দিচ্ছেন বিশ্বজয়ী ফরাসি কোচ৷ জানাচ্ছেন আজকের এই জয়টার জন্য সেদিন ইউরোর ওই হারটা প্রয়োজন ছিল৷ ফরাসি ফুটবলাদের অনেককিছু শিখিয়ে ছিল ২০১৬ ইউরোর ফাইনাল৷
প্রথমবার ফ্রান্সকে বিশ্বকাপের স্বাদ দিয়েছিলেন অধিনায়ক হিসেবে এবার তিনি কোচের আসনে৷ দেশকে দ্বিতীয়বারের জন্য বিশ্বকাপ এনে দেওয়ার পর দিদিয়ে জানান,‘কী ঘটে গেছে আমরা আগামীকাল উপলব্ধি করতে পারব৷ এ মুহূর্তে ছেলেরা জানে না বিশ্ব চ্যাম্পিয়ন হওয়াটা কি৷’ এরপরই দু’বছর আগের ইউরোর ফাইনাল হারের কথা উল্লেখ করে ফরাসি কোচ বলেন,‘দু’বছর আগে যদি আমরা ইউরো চ্যাম্পিয়ন হতাম, তাহলে আজ বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারতাম না৷ ওই হার থেকে আমি অনেক শিখেছিলাম৷ইউরোর ফাইনাল ভিন্নরকম ছিল৷ এবার আমরা শান্ত থাকার চেষ্টা করেছিলাম এবং ছেলেরা জানত তাদের কী করতে হবে, ঝুঁকিটা কোথায়৷’
নকআউটে টানা তিনবার পিছিয়ে থেকে কামব্যাক! ফাইনালে আর হয়নি ক্রোয়েশিয়ার জন্য৷ প্রথমার্ধে ২৮মিনিটে পিছিয়ে থেকে পেরিসিচের দুরন্ত গোলে ম্যাচ ফিরেছিল মদ্রিচরা৷ দ্বিতীয়ার্ধেও ১-৪ পিছিয়ে থেকে ৬৯ মিনিটে ফ্রান্স গোলরক্ষক লরিসের ভুলের সুযোগ নিয়ে ব্যবধান কমিয়ে ২-৪ করেন মানজুকিচ৷ শেষ রক্ষা অবশ্য হল না৷ ক্রোয়েশিয়ার স্বপ্নের দৌড় শেষ ফাইনালে৷ রানার্স হয়েই মাঠ ছাড়ল মদ্রিচ অ্যান্ড কোং৷ বৃষ্টিতে ঢাকা পড়ল রাকিটিচদের কান্না!
৬ গোলের থ্রিলার জিতে দ্বিতীয় বারের জন্য বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্স৷ শেষবার ১৯৯৮ সালে দেশের মাটিতে দেশঁ’র নেতৃত্বে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স৷ ১৯৯৮ সালে দেশের প্রথম বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দিয়েছিলেন দেশঁ৷ ঘরের মাঠে ব্রাজিলকে ৩-০ হারিয়ে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স৷ সেই দলে ফরাসিদের নেতৃত্বের ব্যাটন ছিল দেশঁর হাতে৷ রবিবার ক্রোয়েশিয়াকে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়নের স্বাদ পেলেন ফরাসি খেলোয়াড়রা৷ এমবাপে-গ্রিজমানদের কোচের ভূমিকায় ছিলেন ৪৯ বছরের দেশঁ৷
দেঁশের আগে অসাধারণ এই কৃতিত্ব প্রথম দেখিয়েছিলেন জাগালো৷ ১৯৫৮ ও ১৯৬২ সালে খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জেতার পর ১৯৭০ সালে কোচ হিসেবে ব্রাজিলকে বিশ্বকাপ জেতান তিনি৷ তার পর এই কৃতিত্বের অধিকারী হন বেকেনবাওয়ার৷ ১৯৭৪ সালে সে সময়ের পশ্চিম জার্মানিকে বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেওয়ার পর ১৯৯০ মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে কোচ হিসেবে জার্মানিকে বিশ্বকাপ জেতান বেকেনবাওয়ার৷
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.