photo- vivo U20

ভারতের বাজারে ভিভো এনেছে U20। মোটামুটি পকেট সাধ্য দামে ক্রেতাদের জন্য মোবাইল ফোন আনার ক্ষেত্রে এই সংস্থার সুনাম রয়েছে। আর এবারেও তারা পকেট সাধ্য দামে এনেছে এই নতুন ফোন। তার সঙ্গে থাকছে আনুষঙ্গিক নানা সুবিধা।

৮ জিবি+১২৮ জিবি মেমোরি সম্বলিত এই ফোনের দাম করা হয়েছে ১৭,৯৯০। এছাড়াও এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে কিনলে থাকছে আকর্ষণীয় ক্যাশব্যাকের সুবিধা। এছাড়াও আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ড ব্যবহার করলে থাকছে নানা সুবিধা। এক্সিস ব্যাঙ্কের কার্ডে থাকছে ৫ শতাংশ ক্যাশ ব্যাকের সুবিধা।

এই ফোনে থাকছে ডুয়েল ন্যানো সিমের সুবিধা। এতে রয়েছে ৬.৫৩ ইঞ্চি স্ক্রিনের সুবিধা। এতে রয়েছে অক্টা কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৭৫ এসওসি। এছাড়াও থাকছে ১৬ মেগাপিক্সেল মেইন স্ন্যাপার।

সামনে থাকছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। এতে থাকছে ১২৮ জিবি ইন্টারন্যাল মেমোরি ক্ষমতা যা অতিরিক্ত মেমোরি কার্ডের সাহায্যে বাড়ানো যাবে। থাকছে আনুষঙ্গিক সুবিধা। যেমন ব্লু টুথ, জিপিএস ওয়াই ফাইয়ের সুবিধা। এতে থাকছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। এছাড়াও দ্রুত চার্জের সুবিধা।

প্রশ্ন অনেক: দশম পর্ব

Tree-bute: রবীন্দ্রনাথ শুধু বিশ্বকবিই শুধু নন, ছিলেন সমাজ সংস্কারকও