জয়পুর: অবশেষে বিয়েটা করেই ফেললেন অজয় দেবগনের নায়িকা৷ বহু জল্পনা উড়িয়ে অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন তিনি৷
নিজের বিয়ের খবর তিনি এতটাই গোপনে রাখতে চেয়েছিলেন যে অনুষ্ঠানে কোন সেলিব্রিটি বন্ধুদেরই পর্যন্ত নেমতন্ন করেননি তিনি৷ রইল হ্যাপি ওয়েডিং.য়ের অ্যালবাম৷
হ্যা ঠিকই বুঝেছেন বিয়ে করেছেন শ্রিয়া শরন৷ পাত্র সেই রাশিয়ান স্পোর্টসম্যান, বিজনেসম্যান আন্দ্রেই কোসচেভ৷বিয়ে হল সোমবার উদয়পুরেই৷ বিয়ের অনুষ্ঠানে নতুন বর আন্দ্রেই আবার ঘটিয়ে ফেললেন এক অবাক কান্ড৷
বিয়ের পর আন্দ্রেই জনসমক্ষে ভাঙা ভাঙা হিন্দীতে ফিল্মি স্টাইলে প্রপোজ করলেন শ্রিয়াকে৷ যা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় হয়ে গেল ভাইরাল৷
বিয়েতে দুজনেই সেজেছেন বর, বৌ দুজনেই সেজেছিলেন অ্যাথেনিক পোশাকে৷ যদিও শ্রিয়াকে যে ট্রাডিশ্যনাল স্টাইলেই দেখা যাবে তা তো স্বাভাবিক৷ কিন্তু চমকটা ছিল জামাই রাজার পোশাকে৷তিনি পড়েছিল কালো রঙের একটি ওয়েডিং স্যুট৷
বি-টাউনের এই নবদম্পতির নতুন জীবনের জন্য রইল কলকাতা ২৪x৭ এর পক্ষ থেকে রইল অনেক শুভেচ্ছা৷
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.