মুম্বই: যোগ গুরু রামদেব বাবার যোগ-এর সঙ্গী হলেন অভিনেত্রী শিল্পা সেঠি৷ একটি যোগ ক্যাম্পে এরকমই দৃশ্য দেখা গেল যখন একই মঞ্চে রামদেব বাবার ব্যায়াম প্রশিক্ষণে সামিল হলেন অভিনেত্রী শিল্পা সেঠি৷ শরীর স্বাস্থ্যের বিষয় খুবই শিল্পা৷ তাই নিজের লেখা বই ‘দ্যা গ্রেট ইন্ডিয়ান ডায়েট’ উপহার দিয়েছেন রামদেব বাবাকে৷ উপহার দিয়ে তিনি জানিয়েছেন, ‘রামদেব বাবার আশীর্বাদে আমি সমৃদ্ধ৷’ বুধবার দুপুরে এই অনুষ্ঠানে৷
মঞ্চে বিভিন্ন ধরণের আসন করার ছবি ইন্সটাগ্রামে পোস্টও করেছেন স্বয়ং শিল্পা৷ শিল্পা জানিয়েছেন, '২০০৯ সালে রামদেব বাবাকে আমি একটি যোগার ডিভিডি উপহার দিই৷ তারপর সেটা বেশ জনপ্রিয় হয়ে ওঠে৷ সাত বছর পর আমার নতুন বই উপহার দিলাম বাবাকে৷ রামদেব বাবা আমার লাকি অ্যাস্কট৷ আমার এই কুসংস্কারের উপর যথেষ্ট বিশ্বাস আছে৷' তাই রামদেব বাবাকে উপহার হিসেবে দিয়ে বইটির প্রচার করলেন শিল্পা৷
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.