স্টাফ রিপোর্টার, ঝাড়গ্রাম: দিন দুপুরে এলাকায় ঢুকে সরস্বতী প্রতিমা ভেঙে ভোগের খিচুড়ি নষ্ট করার অভিযোগ উঠল একদল যুবকের বিরুদ্ধে৷ ঘটনায় অভিযোগের তির উঠেছে শাসকদলের বিরুদ্ধে৷
আরও পড়ুন- তেহট্টের স্কুলে সরস্বতী পুজো করল ‘শবনম-সাবিত্রীরা’
স্থা্নীয়দের তরফে এলাকার কয়েকজন তৃণমূল নেতার বিরুদ্ধে থানাতে অভিযোগও দায়ের করা হয়েছে৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ যদিও শাসকদলের তরফে অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে৷ ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ঝাড়গ্রাম থানার চন্দ্রী এলাকায়৷
স্থানীয় সূত্রের খবর, এবারে ধানশোলা প্রাথমিক বিদ্যালয় চত্বরে সরস্বতী পুজোর আয়োজন করেছিলেন গ্রামবাসী ও স্কুল পড়ুয়ারা৷ প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরের দিকে কয়েকজন যুবক গ্রামে ঢুকে মহিলাদের কটূক্তি করে৷ স্থানীয়রা প্রতিবাদ জানালে যুবকেরা তখনের মতো চলে যায়৷ অভিযোগ, কিছুক্ষণ পর আরও একদল যুবককে নিয়ে হাজির হয় তাঁরা৷ প্রতিমা, মণ্ডপ ভেঙে ভোগের খিচুড়ি নষ্ট করে এলাকা থেকে পালিয়ে যায় তারা৷
স্থানীয়দের দাবি, যারা হামলা চালিয়েছে তারা সকলেই তৃণমূলের নেতা-কর্মী৷ মঙ্গলবার সকালে গ্রামবাসীদের তরফে তৃণমূলের অভিযুক্ত নেতাদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হয়েছে৷ যদিও শাসকদল অভিযোগ অস্বীকার করেছে৷ পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ তবে শেষ পাওয়া খবর পর্যন্ত গ্রেফতারির কোনও খবর নেই৷
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.