Paytm Mall নিয়ে এল মহা ক্যাশব্যাক সেল৷ মোবাইল, ল্যাপটপ সহ অন্যান্য ইলেকট্রনিক্স সামগ্রীর উপরে থাকছে ছাড়টি৷ যেখানে বিভিন্ন আর্কষণীয় প্রতিযোগিতার মাধ্যমে নামীদামি ব্রান্ডের টিভি, ল্যাপটপ, গাড়ি, আইফোন জিতে নেওয়ার সুযোগ থাকছে৷ ১০ শতাংশ ডিসকাউন্ট দেওয়ার জন্য সংস্থাটি হাত মিলিয়েছে আইসিআইসিআই ব্যাংকর সঙ্গে৷ তবে, ছাড়টির জন্য ইউজারদের অবশ্যই ব্যবহার করতে হবে ডেবিট কিংবা ক্রেডিট কার্ড৷

iPhone X, Vivo V11 Pro, Oppo F9 Pro সেটিগুলির উপরে আকর্ষণীয় ডিল থাকছে৷ এছাড়া,নির্দিষ্ট সময়ের ব্যবধানে থাকছে ফ্ল্যাশ সেল৷ পেটিএম মহা ক্যাশব্যাক সেলে ১২,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক, নো-কস্ট ইএমআই অপশন, পুরনো জিনিস বদলের উপর ২১,০০০ টাকার ছাড় পেতে চলেছেন ক্রেতারা৷ iPhone X এবং Vivo V7 এর উপরে থাকছে যথাক্রমে ১২,০০০ এবং ২০০০ টাকার ক্যাশব্যাক৷

নানা আকর্ষণীয় প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে ইন্সট্যান্ট ক্যাশব্যাক পেতে পারেন ইউজাররা৷ রেফ্রিজেটর (৭০ শতাংশ ছাড়), ওয়াটার পিউরিফায়ার (১০,০০০ টাকার ক্যাশব্যাক), মিক্সার-গ্রাইন্ডার (২৫ শতাংশ) উপরে Vivo V7 ছাড় পাবেন ইউজাররা৷ অন্যদিকে, প্রতিদ্ধন্ধী সংস্থা আমাজন ও ফ্লিপকার্টও এনেছে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিবেল সেল ও বিগ বিলিয়ন ডেস৷ দুটি সেলই ১০ অক্টোবর থেকে শুরু হচ্ছে৷