নয়াদিল্লি: জম্মু কাশ্মীর সীমান্তে ভারতীয় সেনার প্রভাব বেড়েছে৷ জঙ্গি অনুপ্রবেশেও ঘাটতি চলতি বছরে৷ ফলে খুব একটা সুবিধা করতে পারছে না পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই৷ তাই এবার জম্মু কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ বাড়াতে নেপালের সাহায্য নিতে চলেছে পাকিস্তানের আইএসআই৷
নেপালে একটি কন্ট্রোল রুম খুলতে চলেছে আইএসআই৷ সূত্রের খবর সেখান থেকে কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ নিয়ন্ত্রণ করা হবে৷ মূলত সন্ত্রাস ও হামলার পরিমাণ বাড়ানোই হবে সেই কন্ট্রোল রুমের লক্ষ্য৷ তৈরি হবে কাশ্মীরের বিভিন্ন প্রান্তে নাশকতার পরিমাণ বাড়াতেই এই কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে বলে খবর৷
ভারতীয় গোয়েন্দারা এখন জানার চেষ্টা করছেন, ঠিক কতজন জঙ্গি নেপালের পথ ধরে জম্মু কাশ্মীরে প্রবেশ করেছে৷ গোয়েন্দারা এই তথ্য সম্বলিত রিপোর্ট পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে৷ নেপাল সীমান্তের কাছে থাকা উত্তর প্রদেশের গোরখপুর ও ফইজাবাদে ঘাঁটি গাড়তে চাইছে জঙ্গিরা৷ ইতিমধ্যেই জানা গিয়েছে, লস্করের অন্যতম মাথা মহম্মদ উমর মাদনির ওপর এই ঘাঁটি তৈরি করার ভার পড়েছে৷ মাদনি নাকি কলকাতা ও বিহারের দ্বারভাঙা এলাকায় রেইকিও করে গিয়েছে৷
আরও পড়ুন : পুলওয়ামায় আইইডি বিস্ফোরণে শহিদ দুই জওয়ান
ভারতের গোয়েন্দা রিপোর্ট বলছে, গত বেশ কয়েক মাস ধরেই নেপালে তৈরি হয়েছে আইএসআইয়ের এই গোপন ঘাঁটি, যাকে কন্ট্রোল রুম বলা হচ্ছে৷ সেখানে ইতিমধ্যেই পাক মাটিতে বেড়ে ওঠা বেশ কয়েকটি জঙ্গি সংগঠনের মাথাদের নিয়ে বৈঠক হয়েছে৷ সেখানে ছিল বিভিন্ন জঙ্গি সংঘটনের কমাণ্ডাররাও৷ জি নিউজকে দেওয়া তথ্য অনুযায়ী কাশ্মীর থেকে দুই জঙ্গি মার্চ-এপ্রিল মাসে নেপালে পৌঁছেছে৷
এরা হিজবুল মুজাহিদিন জঙ্গি সংগঠনের শীর্ষ কমাণ্ডারদের নিয়ে বৈঠকে যোগও দেয়৷ বৈঠকের নেপথ্যে ছিল আইএসআই৷ হিজবুলের অন্যান্য জঙ্গিদের সঙ্গে কাশ্মীরি ওই দুই জঙ্গির সাক্ষাত করিয়ে দেওয়া হয়৷ পরে বৈঠক শেষে বাছাই করা পাঁচ জঙ্গির দল কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দেয়৷ যারা ইতিমধ্যেই উপত্যকায় সক্রিয়৷
ভারতীয় গোয়েন্দারা জানাচ্ছেন, কাশ্মীরে ভারতীয় সেনার টহলদারি ও নজরদারি বাড়ায় স্বাধীনভাবে কাজ করতে পারছে না আইএসআই৷ তাই এই বিকল্প পথ বেছে নিয়েছে তারা৷ গোয়েন্দা সূত্রের খবর এবার নেপালের পথ ধরে উপত্যকায় জঙ্গি কার্যকলাপ চালাতে মরিয়া হয়ে উঠেছে আইএসআই৷ জঙ্গিদের ওই বৈঠকে প্রয়োজনীয় অর্থ সাহায্যও করা হয়েছে কাশ্মীরে যাওয়া পাঁচ জঙ্গিকে৷ দেওয়া হয়েছে অস্ত্রও৷
আরও পড়ুন : পুলওয়ামা হামলার দুই জঙ্গিকে নিকেশ করল সেনাবাহিনী
এর আগেও গোয়েন্দা সংস্থার বিশেষ রিপোর্ট জানায়, ১০ থেকে ১৫ জনের সশস্ত্র জঙ্গি দল ভারতে অনুপ্রবেশের জন্য তৈরি হয়ে রয়েছে৷ কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর এরা ভারতে প্রবেশ করতে চাইছে বলে জানানো হয়েছে৷
এই জঙ্গিদের নিশানায় রয়েছে দেশের বড় বড় শহরগুলি৷ জম্মু কাশ্মীরে বড়সড় হামলা চালানোর ছক কষেছে এই জঙ্গি দল৷ অথবা সেনা ঘাঁটিতে আক্রমণ চালানোর জন্য তৈরি হয়েছে এরা বলে জানাচ্ছে রিপোর্ট৷ এদের নিশানায় থাকতে পারে অমরনাথ যাত্রাও৷
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.