কলকাতা: ঘরের মাঠে ঐতিহাসিক ম্যাচ৷ তবে সেই ঐতিহাসিক ম্যাচে তিন পয়েন্ট পকেটে পুড়তে ব্যর্থ ক্রোমা-ডিকারা৷ অ্যারোজের সামনে আটকে গেল ১-১ গোলে৷ বাগানের হতশ্রী পারফরম্যান্সের পর ‘গো ব্যাক সঞ্জয়’ স্লোগান উঠল বাগান তাঁবুর বাইরে৷
আরও পড়ুন- ঐতিহাসিক ম্যাচে বাগানকে বিঁধল অ্যারোজ
তিন বছরের বেশি সময় ধরে বাগানে কোচিং করাচ্ছেন সঞ্জয় সেন৷ তাঁর নামে এমন গো ব্যাক স্লোগান শুনতে হয়নি কোনওদিনও৷ এটাই প্রথমবার৷ ম্যাচ ড্র করায় বাগান তাঁবুর বাইরে ক্রোমাদের হেডস্যারকে নিয়ে ধিক্কার স্লোগান দিলেন বাগান জনতা৷ পরিস্থিতি সামাল দিতে বেগ পেতে হল পুলিশকেও৷
ভিডিও দেখতে ক্লিক করুন-
আরও পড়ুন- বাগান জনতার হৃদয় জয় রহিমের
ম্যাচে একাধিক সুযোগ মিস করেছে ক্রোমা-ডিকারা৷ শেষ ২৫ মিনিট দশ জনের অ্যারোজকে পেয়েও গোলের দরজা খুলতে পারেনি বাগান৷ ম্যাচ শেষে সবুজ-মেরুনের হেডস্যার মেনে নিলেন এই ড্র-এর কোনও মূল্য নেই৷ বাগান কোচ বলেন, ‘কোচ হিসেবে এই ম্যাচ আমার কাছে লজ্জার ম্যাচ৷ ফুটবলাররা যেভাবে গোল মিস করেছে তার কোনও ক্ষমা হয় না৷’
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.