ওয়াশিংটনঃ ভয়ঙ্কর সব জোকার-মুখোশের ওপর এবার নিষেধাজ্ঞা জারি হল৷ মিসিসিপির এক এলাকায় হ্যালোইন পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানা গিয়েছে৷ জননিরাপত্তার উদ্দেশ্যেই নাকি এমন একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
কোনওরকম জোকারের পোশাক, মুখোশ বা মেক আপ করলেই পকেট হালকা হওয়ার সম্ভাবনা রয়েছে ভালোরকমই৷ কারণ এমন ক্ষেত্রে ধরা পড়লে ১৫০ডলার জরিমানা দিতে হবে অভিযুক্তকে৷ ১নভেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে, এবং কড়া নজরদারিও চলবে বলে জানা গিয়েছে৷
আমেরিকার সিভিল লিবার্টিজ় ইউনিয়নের অ্যাটর্নি লি রোল্যান্ডের মতে, পোশাকের বিষয়টি এভাবে নিয়ন্ত্রণ করা হাস্যকর একটি ব্যাপার৷ হ্যালোইনে মানুষ কি পোশাক পরবে, সে বিষয়ে সরকারি কর্তৃপক্ষের হস্তক্ষেপের সমালোচনা করেছেন তিনি৷
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.