নয়াদিল্লি: গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে চতুর্থ আন্তর্জাতিক যোগা দিবস৷ দেরাদুনের ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটে যোগ দিবসের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এর পর দেশের যোগ শিবিরগুলিতে যোগ ব্যায়াম করতে দেখা গেল উপরাষ্ট্রপতি থেকে শুরু একঝাঁক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি মুখ্যমন্ত্রীদের৷ যোগ দিবস পালন করলেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুও৷
এ দিন অমরাবতী সিটিতে যোগ ব্যায়াম শিবিরে উপস্থিত হন রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু৷ অনেক আসন করতে দেখা গিয়েছে তাঁকে৷ অপরদিকে নয়ডায় যোগব্যায়াম করেন পীযূষ গোয়েল৷
উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল রাম নায়েক এক মঞ্চে উপস্থিত হয়ে যোগ ব্যায়াম করেন৷ ওই শিবিরে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ রাজস্থানের কোটায় বাবা রামদেব, আচার্য বালাকৃষ্ণ এবং মুখ্যমন্ত্রী বসুন্ধারা রাজেকে যোগ ব্যায়াম করতে দেখা গেল।
কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি চন্ডীগড়ের একটি শিবিরে যোগাভ্যাস করেন৷ ব্যায়াম শেষে তিনি সবাইকে যোগ শিবিরে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানান৷ মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভরেকরকে মুম্বইয়ের মেরিন ড্রাইভের একটি শিবিরে যোগা করতে দেখা গিয়েছে৷
এ দিকে দেশবাসীকে প্রতিদিন যোগব্যায়াম অভ্যাস করার পরামর্শ দেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু৷ তিনি জানান, যোগ ব্যায়ামের সঙ্গে ধর্ম বা রাজনীতির কোনও সম্পর্ক নেই৷ মানুষের নিজেদের শরীর ও স্বাস্থ্যের ভালোর জন্য যোগ ব্যায়াম করা উচিত৷
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.