মুম্বই: সম্পর্কের জটিলতা কিংবা গসিপে উত্তাল বলিউড৷ বি-টাউনের সেলিব্রেটিরা ক্যামেরার সামনে থাকুক কিংবা পিছনে৷ বিতর্ক যেন কিছুতেই তাদের পিছু ছাড়েনা৷ এবার বিতর্কে জড়িয়ে পড়লেন বলিউডের পরিচালক রামগোপাল ভার্মা৷ নারী দিবসের প্রাকাল্লে টুইটারে এক বিতর্কিত মন্তব্য করে আপাতত আলোচনার শীর্ষে তিনি৷ এই টুইটটিতে তিনি লিখেছেন, সানি লিওন যেভাবে পুরুষদের আনন্দ দেয়, ঠিক তেমন ভাবেই যেন বিশ্বের সব মেয়েই পুরুষদের আনন্দ দেয়৷ এমনই এক বিতর্কিত মন্তব্য করে আপাতত তিনি বিতর্কের কেন্দ্রবিন্দুতে৷
I wish all the women in the world give men as much happiness as Sunny Leone gives
— Ram Gopal Varma (@RGVzoomin) March 8, 2017
এটি হয়তো কিছুটা অন্যরকমেরই ইঙ্গিত দিচ্ছে সিনেপ্রেমীদের৷ তবে এই কথা বলে তিনি কি বোঝাতে চেয়েছেন তা খোদ পরিচালকই বলতে পারবেন! এছাড়া নারী দিবসের পাশাপাশি যাতে পুরুষদের জন্যও একটা দিন থাকে সে ব্যাপারেও তিনি একটি টুইট করেন৷
তবে আশ্চর্যের বিষয় আরজিভির এই টুইট নিয়ে নানা জনে নানা কথা বললেও, সানি লিওন কিন্তু বিষয়টি খুবই হালকা মেজাজে গ্রহণ করেছেন৷ তিনি সমর্থনও করেছেন পরিচালকের বক্তব্যকে৷
পরিচালক রামগোপাল ভার্মা আপাতত ব্যস্ত রয়েছেন তার আগামী ছবির প্রচার নিয়ে৷ আগামী ৭ এপ্রিল সিনেমাহলে মুক্তি পেতে চলেছে ‘সরকার ৩’ ছবিটি৷ এই ছবিতে অভিনয় করবেন অমিতাভ বচ্চন, মনোজ বাজপেয়ী এবং ইয়ামি গৌতম৷
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.