মুম্বই: থানায় এফআইআর করতে গিয়ে কত লোকের কত অভিজ্ঞতাই না হয়৷ বেশিরভাগেরই অভিজ্ঞতা খুব যে ভালো তা নয়৷ থানায় অভিযোগ জানাতে গিয়ে পুলিশ তা নিতে অস্বীকার করেছে এমন অভিযোগ বহু শোনা যায়৷ কিন্তু এফআইআর করতে গিয়ে এই যুবকের যা অভিজ্ঞতা হল তা সচরাচর শোনা যায় না৷
মুম্বইয়ের এক যুবক আনিশ সাকিনারা থানায় গিয়েছিলেন এফআইআর করতে৷ তার বেশ কয়েক ঘন্টা পর মুম্বই পুলিশ তাদের টুইটার পেজে একটি ছবি পোষ্ট করে৷ তাতে দেখা যাচ্ছে থানায় কেক কেটে ওই যুবকের জন্মদিন পালন করা হচ্ছে৷ ছবিটি পোষ্ট হতেই নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায়৷ সবার মধ্যে কৌতুহল তৈরি হয়৷ কি এমন হয়েছে যে থানায় কেক কেটে ওই যুবকের জন্মদিন পালন করা হচ্ছে৷ পরে মুম্বই পুলিশই রহস্য উন্মোচন করে দেয়৷
When personal details in the FIR revealed it’s complainant Anish’s birthday, a Cake followed the FIR Copy at Sakinaka Pstn ? pic.twitter.com/tEBnNYdJ3y
— Mumbai Police (@MumbaiPolice) October 14, 2017
আসলে ওই যুবকের অভিযোগ নেওয়ার সময় পুলিশ জানতে পারে সেই দিন অভিযোগকারীর জন্মদিন৷ তাই দেরি না করে কেক আনানো হয় অভিযোগকারীর জন্য৷ থানায় পালন করা হয় তার জন্মদিন৷ সেই ছবি টুইটারে পোষ্ট করে মুম্বই পুলিশ৷ ছবিটিতে লাইক পড়ে হাজারের উপর৷ ২৯৫ বার রিটুইট হয়েছে৷ অনেকে এই কাজের জন্য মুম্বই পুলিশকে প্রশংসায় ভরিয়ে দিয়েছে৷
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.