ইংরেজবাজার: পুকুর ভরাট করাকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড মালদহের ভুতনী থানার অন্তর্গত চণ্ডীপুরের একনম্বর কলোনি৷ বেআইনি ভাবে পুকুর ভরাটের প্রতিবাদ করায় ক্লাস সিক্সের এক ছাত্রীসহ আট মহিলা ও দুজন পুরুষকে বেধরপ পেটালো মাফিয়ারা৷ আহতরা সকলেই বর্তমানে মানিকচক গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে৷
জখম ছাত্রীর নাম মৌসুমী রুব দাস৷ এছাড়া এক মহিলাকে তীর মারা হয়েছে বলেও জানা গিয়েছে,তাঁর নাম শেখালী সাহা৷ জখমদের মধ্যে রয়েছেন এক বৃদ্ধা মালতি মণ্ডল ও দুজন পুরুষ পিন্টু রুবি দাস ও বাচ্চু রুবি দাস৷ গ্রামবাসীরা জানিয়েছেন আজ দুপুরে পাশের গ্রামের জমি মাখিয়া রাধেশ্যাম মণ্ডল,সন্তোষ মণ্ডল ও মনোজ মণ্ডল কিছু বহিরাগতকে নিয়ে তাদের গ্রাম অর্থাৎ চণ্ডীপুরের একনম্বর কলোনিতে একটি পুকুর ভরাট করতে আসে৷ তখনই এর প্রতিবাদ করেছিল জখম ব্যক্তিরা৷ ফলে তাদের উপর বেধরপ মারধর চালানো হয়৷ ইতোমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ৷ যদিও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি৷
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.