সুভীক কুন্ডু, কলকাতা ২৪X৭: বিশ্বকাপের পরেই সম্ভবত ক্রিকেটকে অবসর জানাবেন৷ অর্থাৎ দ্বিপাক্ষিক সিরিজে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এদিনই শেষ ম্যাচটা খেলে ফেললেন ধোনি৷ এরপর অবশ্য ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ও মূল পর্বের ম্যাচে কিউয়িদের বিরুদ্ধে খেলতে দেখা যাবে মাহিকে৷ ওয়েলিংটনের পঞ্চম ওয়ান ডে ম্যাচে নিজের রেকর্ড ধরে রাখার সুযোগ ছিল৷ রেকর্ড অক্ষত রাখলে কলার তুলে 10 years challenge জানাতে পারতেন৷ মঞ্চ প্রস্তুত থাকলেও সেই রেকর্ড অবশ্য ধরে রাখতে পারলেন না ভারতের প্রাক্তন অধিনায়ক৷
পরিসংখ্যান বলছে দীর্ঘ দেড় দশকের ক্রিকেট জীবনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সব মিলিয়ে মোট তিনবার মাত্র দুই অঙ্কের নিচের রানে আউট হয়েছিলেন মাহি৷
সালটা ২০১০৷ সেবছর অগস্টে ডাম্বুলায় ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২ রানে রান আউট হয়েছিলেন ধোনি৷ তাঁর আগে ২০০৯ সালে মার্চে অকল্যান্ডে আয়োজিত পঞ্চম ওয়ান ডে ম্যাচে জেসি রাইডারের বলে ৯ রানে আউট হয়েছিলেন৷ আর কেরিয়ারের একেবারের শুরুর দিকে ২০০৫ সালে সৌরভের অধিনায়কত্বে খেলার সময় কিউয়িদের বিরুদ্ধে ২ রানে আউট হয়েছিলেন এমএসডি সেভেন৷ অর্থাৎ অঙ্ক বলছে এই তিন ঘটনা বাদ দিলে কিউয়িদের বিরুদ্ধে ওয়ান ডে কেরিয়ারে দুই অঙ্কের নিচে আউট হওয়ার নজির নেই মাহির৷
অর্থাৎ শেষ নয় বছরে কিউয়িদের বিরুদ্ধে দুই অঙ্কের রানে (শেষবার এই প্রতিপক্ষের বিরুদ্ধে দুই অঙ্কের নিচে আউট হয়েছেন ২০১০সালে) পৌঁছনোর আগে আউট হননি মাহি৷ ওয়েলিংটনের পঞ্চম ওয়ান ডে’র আগে যা ছিল নজিরবিহীন এক রেকর্ড৷ বোল্টের বলে এদিন ১ রানে আউট হয়ে সেই রেকর্ডে দাঁড়ি পড়ল৷ দীর্ঘ নয় বছর পর কিউয়িদের বিরুদ্ধে দুই অঙ্কের রানের আগে ধোনি উইকেট দিয়ে এলেন৷ অসম্পূর্ণ থেকে গেল ধোনির 10 years challenge
একনজরে দেখে নিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ধোনির রানের পরিসংখ্যান-
১) ২০০৫ সাল থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ খেলেছেন ধোনি৷ ২০০৫-১৯ পর্যন্ত সব মিলিয়ে কিউয়িদের বিরুদ্ধে খেলেছেন ২৭ টি ম্যাচ৷ এই ২৭ ম্যাচের ৩টি খেলা হয়েছে নিরপেক্ষ ভেন্যু জিম্বাবোয়েতে৷ তিনটি ম্যাচে খেলেছেন শ্রীলঙ্কার মাটিতে, ৮টি ভারতে ও ১৩টি ম্যাচ খেলেছেন নিউজিল্যান্ডের মাটিতে৷
২) এই ২৭ ম্যাচে ধোনির সর্বোচ্চ রান অপরাজিত ৮৪৷ সব মিলিয়ে কিউয়িদের বিরুদ্ধে ২৭ ম্যাচে ঝুলিতে রয়েছে ৮৯০ রান৷ ব্যাটিং গড় ৪৯.৪৪৷
৩) শেষ নয় বছরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই অঙ্কের রানের আগে উইকেট ছুঁড়ে দিয়ে আসেননি মাহি৷ কিউয়িদের বিরুদ্ধে কেরিয়ারের ২৭ তম ওয়ান ডে ম্যাচে সেই ভুল করে নিজের রেকর্ড নিজেই খোয়ালেন ধোনি৷
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.