সিডনি: প্রকাশ্যে এল অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের আরও এক চাঞ্চল্যকর বিতর্কিত ভিডিও৷ এই ঘটনাতেও অভিযোগের তীর কেপটাউন টেস্টে বল বিকৃতিতে অভিযুক্ত ক্রিকেটার ব্যানক্রফটের দিকে৷
ভিডিওতে ধরা পড়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাশেজ চলাকালীন লুকিয়ে পকেটে চিনি নিয়ে মাঠে নামেন ব্যানক্রফট৷ এর কারণ নিয়েও যথেষ্ট ধোঁয়াশা রয়েছে৷ এই চিনির দানা ব্যবহার করেই কী বলের চকচকে ভাব অমসৃণ করে বাড়তি রিভার্স সুইং করানোয় চেস্টা করা হয়েছিল? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ক্রিকেটমহলে৷ বিশেষ করে কেপটাউনে অজিদের বিতর্কিত চিটিং ভিডিও প্রকাশ পাওয়ার পর অজি ক্রিকেটারদের সন্দেহের চোখেই দেখছে গেটা ক্রিকেটদুনিয়া৷
আরও পড়ুন- আজীবন নির্বাসিত হতে পারেন স্মিথ-ওয়ার্নার
অ্যাশেজ সিরিজে ব্যানক্রফটের নতুন ভিডিও প্রকাশ পাওয়ার পর অনেকেই সোশ্যাল মিডিয়ায় অজি ক্রিকেট দলকে সমালোচনা করে ‘সিরিয়াল চিটার’ হিসেবে অ্যাখা দিচ্ছেন৷ অ্যাশেজ সিরিজে চলাকালীন জানুয়ারি মাসের এই ভিডিওতে ব্যানক্রফটকে দেখা যায় মাঠে ফিল্ডিং করতে নামার আগে চামচে করে বাঁ-পকেটে চিনির দানা পুরে নিচ্ছেন৷ এই সংক্রান্ত আর কোনও ভিডিও প্রকাশ না-পাওয়ায় এখনই অবশ্য অ্যাশেজে বল বিকৃতির প্রাথমিক আশঙ্কাতে শিলমোহর দেওয়া যাচ্ছে না৷
Here’s Cameron Bancroft appearing to put sugar in his pocket against England in January… pic.twitter.com/ju6W47PECc
— David Coverdale (@dpcoverdale) March 24, 2018
অন্যদিকে ইতিমধ্যে অস্ট্রলিয়ার ক্রিকেট দলের বল বিকৃতির নক্কারজনক ঘটনার তদন্ত শুরু করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া৷ পৃথক ভাবে অ্যাকশন নিতে পারে আইসিসিও৷ প্রাথমিক ভাবে অভিযুক্ত ব্যানক্রফটকে ম্যাচ ফি-র ৭৫ শতাংশ কেটে নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে৷ আর অধিনায়ক স্টিভ স্মিথকে এক টেস্টের নির্বাসন ও ম্যাচ ফি’র একশো শতাংশ কেটে নেওয়া হয়েছে৷
আরও পড়ুন- বল বিকৃতি কাণ্ডে আইসিসি’র সিদ্ধান্তে অবাক হরভজন
এই শাস্তির আগে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন স্টিভ স্মিথ আর সহঅধিনায়কত্বের দায়িত্ব ছেড়েছেন ডেভিড ওয়ার্নার৷ অস্ট্রেলিয়ার সম্মানহানি করায় ক্রিকেট অস্ট্রেলিয়া ভবিষ্যতে স্মিথকে ক্রিকেট থেকে আজীবন নির্বাসনে পাঠাতে পারে বলে মনে করা হচ্ছে৷ একা স্টিভ স্মিথ নন, ক্রিকেট থেকে অজীবন নির্বাসিত হতে পারেন সহঅধিনায়ক ডেভিড ওয়ার্নারও৷ ঘরোয়া বোর্ড ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে৷ সাদারল্যান্ডদের একরোখা মনোভাব বদলে দিতে পারে অস্ট্রেলিয়া দলের মেরুদন্ডটাই৷ কোচ লেম্যানও দাঁড়িয়ে রয়েছেন বারুদের স্তুপে৷
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.