File Pic

লখনউ : গঙ্গায় তলিয়ে গেল যাত্রীবাহি নৌকা৷ উত্তরপ্রদেশের বিজনৌরের কাছে শুক্রবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে৷ দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ এছাড়াও প্রায় ১২ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে৷ তবে ওই নৌকাটিতে মোট ২৭ জন ছিলেন বলে খবর৷ বাকিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে৷

শেষ পাওয়া খবরে জানা গিয়েছে নদীর জলস্তর ক্রমশ বাড়ছিল৷ আচমকাই নৌকাটি একটি ছোট জলপ্রপাতের সামনে চলে আসে৷ নিয়ন্ত্রণ রাখতে না পেরে ডুবে যায়৷ নৌকায় অতিরিক্ত যাত্রী ওঠার ফলেও এই দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক তদন্তে অনুমান৷

এখনও পর্যন্ত ১৩ জনের কোনও খোঁজ মেলেনি৷ ডুবুরি নামানো হয়েছে নদীতে৷ নৌকার যাত্রীদের প্রত্যেকেই ভৈবগলগড় গ্রামের বাসিন্দা৷ এরা প্রত্যেকেই গবাদি পশুর জন্য খাবার সংগ্রহ করে ফিরছিল৷ নৌকায় ভরতি ছিল খড়৷

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন৷ বিজনৌরের প্রশাসনকে যাবতীয় প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশও দেওয়া হয়েছে৷ ঘটনাস্থলে রয়েছে পুলিশ৷ আহতদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে৷