মুম্বই: বেশ কিছু দেশ যখন পরমাণু অস্ত্র হামলা নিয়ে উত্তপ্ত বাদানুবাদে জড়িয়ে, তারই মাঝে এবার আসতে চলেছে জন আব্রাহামের নয়া ছবি ‘পরমাণু- দ্য স্টোরি অব পোখরান’৷ ইতিমধ্যেই এই ছবির শ্যুটিংও কমপ্লিট হয়ে গিয়েছে৷ চলতি বছরে মে মাসে ছবির শ্যুটিং শুরু হয়েছিল৷ আর এই ছবির পোস্টার প্রকাশ্যে এসেছে এরইমধ্যে৷
Embark on an extraordinary journey this December with @ParmanuTheMovie #ParmanuTheStoryOfPokhran @johnabrahament @kriarj pic.twitter.com/ZgL3bbFz2W
— John Abraham (@TheJohnAbraham) August 14, 2017
অভিষেক শর্মী পরিচালিত এই ছবিতে জন শুধু যে অভিনয় করেছেন তাই নয়, এর প্রযোজকদের মধ্যেও অন্যতম তিনি৷ এই ছবিতে অন্যান্য মুখ্য ভূমিকায় রয়েছেন ডায়ানা পেন্টি, বোমান ইরানি প্রমুখ৷
এই ছবি নিয়ে জন জানিয়েছেন, তাঁদের পক্ষ থেকে সেই সব সেনা জওয়ান-বিজ্ঞানীদের সেলাম, যাঁরা অন্য ধরনের কিছু করে দেখিয়েছেন৷ একজন সামান্য মানুষের কথাই দেখানো হয়েছে এই ছবিতে, যিনি দেশের গতিই বদলে দিয়েছিলেন৷
ছবিটি কল্পনার মোড়কে মোড়া হলেও, এর ভিত্তি সত্য ঘটনা৷ ১৯৯৮-এর প্রেক্ষাপটে তৈরি ‘পরমাণু-দ্য স্টোরি অব পোখরান’, মুক্তি পেতে চলেছে আগামী ৮ডিসেম্বর৷
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.