নয়াদিল্লি: ফের পার্লামেন্টে হামলার চেষ্টা? সংসদ ভবনের এক নম্বর গেটে ছুরি হাতে এক যুবককে গ্রেফতার করা হল৷ সোমবার সকালে এই ঘটনায় রীতিমত উত্তেজনা ছড়ায়৷
ছুরি হাতে ওই যুবক সংসদের ভিআইপি গেট দিয়ে ঢোকার চেষ্টা করছিল বলে পুলিশ সূত্রে খবর৷ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পার্লামেন্ট স্ট্রিট থানার পুলিশ৷ এই ঘটনার পর সংসদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে৷ রাম রহিমের নামে শ্লোগান দিতে দিতে সংসদ ভবনে ঢোকার চেষ্টা করছিল বলে খবর৷
ধৃতের নাম সাগর বলে জানিয়েছে পুলিশ৷ দিল্লির লক্ষ্মী নগর এলাকার বাসিন্দা সে৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন একটি বাইকে করে এসে ওই যুবক ভিআইপি গেটের কাছে দাঁড়ায়৷ তার হাতে একটি ছুরি ছিল৷ রাম রহিমের নামে শ্লোগান দিতে দিতে সংসদ ভবনের ভিতরে ঢোকার চেষ্টা করে সে৷
সংসদ ভবনের নিরাপত্তা রক্ষীরা তাকে ধরে ফেলে৷ তুলে দেওয়া হয় দিল্লি পুলিশের হাতে৷ কিন্তু কেন সে সংসদের ভিতরে ঢোকার চেষ্টা করছিল, সে সম্পর্কে এখনও কিছু জানতে পারেনি পুলিশ৷ তার সঙ্গে আরও কেউ ছিল কীনা, তা জানার চেষ্টা চলছে৷
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.