নয়াদিল্লি: মোদী সরকারের প্রকল্পগুলির উপর ভর করে আগামী লোকসভা ভোট বৈতরণী পার করার সংকল্প নিয়েছে বিজেপি৷ সম্প্রতি শেষ হওয়া দু’দিনের জাতীয় কর্মসমিতির বৈঠকে তেমনই সিদ্ধান্ত নিয়েছেন মোদী-শাহ জুটি৷ তারপরেই নিজস্ব স্টাইলে কেন্দ্রীয় প্রকল্পগুলির প্রচারে স্বয়ং ময়দানে নেমে পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ হাতিয়ার করেছেন তাঁরই মস্তিস্কপ্রসূত স্বচ্ছ ভারত অভিযানকে৷
স্বচ্ছ ভারত অভিযান প্রচারের সুফল৷ দেশের জনগণ পরিস্কার পরিচ্ছন্নতা সম্পর্কে এখন অনেক সচেতন ও ওয়াকিবহাল৷ এখন বেশিরভাগ মানুষ আর খোলা মাঠে প্রাকৃতিক কাজ সারতে যান না৷ কারণ দেশের ৯০ শতাংশ বাড়িতে তৈরি হয়েছে শৌচালয়৷ আর এই কৃতিত্ব কেন্দ্রীয় সরকারের৷ বুধবার ট্যুইটারে এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷
প্রধানমন্ত্রী বলেন, ‘‘দেশের ৯০ শতাংশ বাড়িতে শৌচালয় রয়েছে৷’’ পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, ৪.১৫ লক্ষ গ্রাম, ৪৩০টি জেলা, ২৮০০টি শহর, ১৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্মল ঘোষণা করা হয়েছে৷ স্বচ্ছ ভারত অভিযানকে সফল করার জন্য দেশবাসীকে কৃতিত্ব দেন৷ জানান, ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে ‘স্বচ্ছতা হি সেবা’ অভিযানের৷ সকল দেশবাসীকে সেই অভিযানে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে মোদী বলেন, ‘‘এই কর্মসূচি চলবে ২ অক্টোবর পর্যন্ত৷’’ প্রসঙ্গত বছর খানেক আগে ২ অক্টোবর স্বচ্ছ ভারত অভিযান শুরু করেন নরেন্দ্র মোদী৷ ট্যুইটারে প্রধানমন্ত্রী লেখেন, এই অভিযানের মধ্যে দিয়ে ‘বাপু’কে শ্রদ্ধা জানিয়ে স্বচ্ছ ভারত গড়ার সংকল্প নিই৷’’
স্বচ্ছ ভারত গড়তে যেমন কৃতিত্ব দিতে ভোলেননি কেন্দ্রীয় সরকারকে তেমনই খোঁচা মারতে ছাড়েননি পূর্বতন ইউপিএ সরকারকেও৷ জানান, বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে মাত্র ৪০ শতাংশ বাড়িতে শৌচালয় ছিল৷ ২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পর এখনও অবধি ৮.৩ কোটি শৌচালয় তৈরি হয়েছে৷
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.